ওয়ারেন, ১৬ ডিসেম্বর : জুলাই অভ্যুত্থানের অগ্রভাগের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বাংলাদেশি আমেরিকান ফোরামের উদ্যোগে গত ১৪ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় ওয়ারেন সিটির ইসলামিক সেন্টার অফ ওয়ারেনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হামিদ খানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এবাদুল ইসলাম, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি জনাব গিয়াস তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শেষ পর্বে আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত। পরে ওসমান হাদির স্মরণে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক জনাব শফিকুল ইসলাম রুবেল।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হামিদ খানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এবাদুল ইসলাম, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি জনাব গিয়াস তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শেষ পর্বে আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত। পরে ওসমান হাদির স্মরণে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক জনাব শফিকুল ইসলাম রুবেল।