১৭ বছরের নির্বাসনের পর ঢাকায় তারেক রহমান

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১২:৫৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০১:২৪:৪০ পূর্বাহ্ন
ঢাকা, ২৫ ডিসেম্বর: অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসনের পর তিনি পা রাখলেন বাংলাদেশের মাটিতে। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৯ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। বিমানবন্দরে তারেক রহমানের গলায় মালা পড়িয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। মঞ্চ ঘিরে পূর্বাচল ও আশেপাশের এলাকা ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। তবে খুব কম সময়ের জন্যই তিনি এখানে অবস্থান করবেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গণসংবর্ধনায় তারেক রহমান ছাড়া আর কোনো দ্বিতীয় বক্তা থাকবেন না।।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি ঢাকায় পৌঁছান।
গণসংবর্ধনা শেষে তিনি অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। এরপর তার গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com