সাউথফিল্ড ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালানোর কারণে নারী চালকের মৃত্যু

আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৪:১৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ০৪:১৪:০৯ অপরাহ্ন
ক্ষতিগ্রস্থ গাড়ি/MSP Second District

ডিয়ারবর্ন, ২৯ মে : সাউথফিল্ড ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালানোর কারণে এক নারী চালকের মৃত্যু হয়েছে। মিশিগান স্টেট পুলিশ টুইটারে জানিয়েছে, রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে তারা ফোন পায় যে ওয়ারেন অ্যাভিনিউয়ের কাছে সাউথফিল্ড ফ্রিওয়ের উত্তরমুখী লেনে একটি কালো এসইউভি  নিসান দক্ষিণমুখী যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, টেইলরের ৩১ বছর বয়সী এক নারী এই গাড়িটি চালাচ্ছিলেন। এমএসপি টুইটারে জানিয়েছে, তিনি ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন এবং ক্যাডিলাক নামের আরেকটি এসইউভিকে ধাক্কা দেন। রেডফোর্ডের বাসিন্দা ৩১ বছর বয়সী ক্যাডিলাকের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এমএসপি জানিয়েছে, ক্যাডিলাকের এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং সোমবার সকালে অস্ত্রোপচার করা হয়েছে। দুর্ঘটনায় কালো গাড়ির চালক নিহত হয়েছেন।এক টুইটবার্তায় ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, বর্তমানে আমরা নিশ্চিত নই যে  চালক কীভাবে ভুল পথে ফ্রিওয়েতে উঠলেন বা তিনি প্রতিবন্ধী  কিনা। তিনি বলেন, ময়নাতদন্ত শেষ হলে আমরা জানতে পারব চালক প্রতিবন্ধী কিনা। আমরা হয়তো কখনোই জানতে পারব না কিভাবে সে ভুল পথে এগোলো। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত শেষ হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com