ওরিয়ন টাউনশিপের ক্রোগার দোকান ইঁদুরের কারণে সাময়িক বন্ধ

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১০:০৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১০:০৩:০৪ অপরাহ্ন
ওরিয়ন টাউনশিপ, ৮ জানুয়ারি : ইঁদুরের উপদ্রব মোকাবেলায় ওরিয়ন টাউনশিপের একটি গ্রোসারি দোকান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ৩০০৭ সাউথ বল্ডউইন রোডের ক্রোগার দোকানটি মঙ্গলবার বন্ধ হওয়ার পর গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানায়। 
কোম্পানির মুখপাত্র বুধবার দ্য ওকল্যান্ড প্রেসকে ইমেলের মাধ্যমে বলেন, “আমরা গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা স্বেচ্ছায় দোকান বন্ধ করেছি। আমাদের পেশাদার কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সংস্থা দোকান পরিদর্শন করেছে এবং আমরা কঠোর স্যানিটেশন প্রোটোকল ও গভীর পরিচ্ছন্নতা শুরু করেছি। নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।” তিনি যোগ করেন, দোকানটি “যত দ্রুত সম্ভব” পুনরায় খোলা হবে।
মিশিগানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ (MDARD) দোকানটি পরিদর্শন করেছে। MDARD-এর মুখপাত্র লিনজি মুকোমেল বলেন, “ক্রোগারের স্বেচ্ছায় দোকান বন্ধ করার পর আমরা দোকানের সঙ্গে যোগাযোগ রাখছি। এটি একটি চলমান তদন্ত, তাই বর্তমানে অতিরিক্ত তথ্য দেওয়া সম্ভব নয়।”
সরকারি নথি অনুযায়ী, ৯ ডিসেম্বর ইঁদুরের একটি বেনামী অভিযোগের ভিত্তিতে দোকান পরিদর্শন করা হয়। পরিদর্শক তিনটি আইলের তাকের উপর ইঁদুরের মল দেখতে পান, যার মধ্যে পোষা প্রাণীর খাবার ও রুটির কাছাকাছি স্থানও ছিল। পোষা প্রাণীর খাবারের ব্যাগগুলো অক্ষত ছিল। সমস্যার সমাধানের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। দোকানটির আগে কোনো নিয়ম লঙ্ঘনের রেকর্ড নেই।
পূর্বে, ১৯ সেপ্টেম্বর একটি আপত্তিকর গন্ধের অভিযোগের কারণে রাজ্য পরিদর্শক দোকানটি পরিদর্শন করেন। গন্ধটি সম্প্রতি গ্রিজ-ট্র্যাপ পরিষ্কারের কারণে ছিল, এবং কোনো নিয়ম লঙ্ঘন পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com