হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১০:২০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১০:২০:৫৯ অপরাহ্ন
হ্যামট্যাম্যাক, ৮ জানুয়ারি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে হ্যামট্যাম্যাক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। শহরের প্রাচীন ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।
শহরের জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশকে বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পেয়েছে। সিটি কাউন্সিলে বর্তমানে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য আছেন, যাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টার ফলে এই নামকরণ সম্ভব হয়েছে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।
হ্যামট্যাম্যাক শহরটি তার বহুজাতিক ও বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য পরিচিত, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে শহরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই নামকরণকে আনন্দ ও গর্বের সঙ্গে গ্রহণ করেছে।
সিটি প্রশাসন আশা প্রকাশ করেছে যে, বেগম খালেদা জিয়ারের নামে এই নামকরণ নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও নেত্রীদের ভূমিকা সম্পর্কে সচেতন করবে এবং শহরের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সমন্বয়কে আরও দৃঢ় করবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com