আটলান্টায় গান-কবিতায় প্রতিবাদ :  বাংলাদেশে সন্ত্রাস ও শিশু হত্যার নিন্দা

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:০০:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:০০:৪২ পূর্বাহ্ন
আটলান্টা, ১১ জানুয়ারি: বাংলাদেশে সংবাদপত্র, ছায়ানট ও উদীচীর অফিসে আগুন ধরিয়ে সন্ত্রাসের ঘটনা এবং শিশু আয়শা ও দিপু দাসকে পুড়িয়ে হত্যা করার নৃশংস ঘটনায় প্রতিবাদ জানাতে জর্জিয়ার ডোরাভিল সিটির বিওফোর্ড হাইওয়ের দেশি স্ট্রিট রেস্টুরেন্টে ২৭ ডিসেম্বর আয়োজিত হলো গান ও কবিতার মাধ্যমে প্রতিবাদ অনুষ্ঠান “শব্দের অগ্নিবানে ঘুচাবো রাতের আঁধার”।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ন্যায় ও মানবতার বিজয়কে উৎসর্গ করা এবং সমাজে সহিংসতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে একজোটভাবে কথা বলা। উদ্বোধক ও উপস্থাপক ছিলেন কবি ও আবৃত্তি শিল্পী রাশেদ চৌধুরি। কবি উৎপল দত্ত জানান, “আজকের এই অনুষ্ঠান শুধু প্রতিবাদ নয়, এটি মানবিক দায়িত্ব ও জাতীয় সতর্কতার প্রতীক। শিশু হত্যার মতো নৃশংসতা, সংবাদপত্র ধ্বংস, ধর্মের নামে সহিংসতা—এসবই আমাদের সভ্যতার শত্রু।”
প্রতিবাদী আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন মুক্তিযোদ্ধা কবি শেলী শাহাবুদ্দিন, মীর মজিবুর রহমান, নাসির আহমেদ, পঙ্কজ দাস, জয়িতা চক্রবর্তী, রিপন দাস, ইলা চন্দ, আদ্রিকা চৌধুরী, সোহানা তুলি, মিত্র বণিক, দিলু মাওলা, স্বপন মন্ডল, কাকলি বিশেষ। এছাড়া গান পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর জর্জিয়া শাখার শিল্পীবৃন্দ। একক গান পরিবেশন করেন গোলাম মহিউদ্দিন, রুবিনা শম্পা, শক্তি রায়, অশোক সরকার, হোসনে আরা বিন্দু, স্নিগ্ধা দত্ত ও মোহাম্মদ আদিল। নতুন প্রজন্মের প্রতিনিধি দীপ চৌধুরী তার আবৃত্তিতে বর্তমান সমাজ ও মানবিক সংকট তুলে ধরেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com