হ্যামট্রাম্যাক রাধাকৃষ্ণ টেম্পলের বর্ষপূর্তি উদযাপন

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৬:১৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৬:১৫:৪৫ অপরাহ্ন
ছবি : রজত শুভ্র চক্রবর্তী

হ্যামট্রাম্যাক, ১১ জানুয়ারি : হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পলের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল দুপুরে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠান সূচনা হয় পবিত্র গীতা পাঠের মাধ্যমে। পরে ভক্তিমূলক কীর্তন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তরা সমস্বরে কীর্তনে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় সঙ্গীত উপভোগ করেন।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন সম্পন্ন করা হয়। এ সময় মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা মন্দির প্রতিষ্ঠার এক বছরের পথচলা, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেম্পলের সভাপতি অতুল দস্তিদার, সাধারণ সম্পাদক জিতেশ আচার্য্য,  অমূল্য চৌধুরী, অমলেশ পুরকায়স্থ, সুভাষ দাশ প্রমুখ। বক্তারা বলেন, রাধাকৃষ্ণ টেম্পল প্রবাসে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মচর্চা, সংস্কৃতি সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে হ্যামট্রাম্যাকসহ আশপাশের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com