ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জানুয়ারি : জেলার নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে জিতু মিয়া (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
জানা যায়, ধরমন্ডল গ্রামের সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার গোষ্ঠী ও মরহুম মিয়াজ উদ্দিন মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। সোমবার বিকেলে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় গুরুতর আহত হন সাবেক ইউপি সদস্য জিতু মিয়া। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হবিগঞ্জ ও মাধবপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com