হবিগঞ্জ, ১৩ জানুয়ারি : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফীন।
মতবিনিময় সভায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি ভোটের গুরুত্ব সম্পর্কে দেশের অনেক মানুষ এখনও পর্যাপ্তভাবে অবগত নন। এ বিষয়ে গণসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই কাজে গণমাধ্যমের সহযোগিতা ও সক্রিয় প্রচার-প্রচারণার ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, প্রচার-প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও নির্বাচন, গণভোট ও তথ্য প্রচারসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি ভোটের গুরুত্ব সম্পর্কে দেশের অনেক মানুষ এখনও পর্যাপ্তভাবে অবগত নন। এ বিষয়ে গণসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই কাজে গণমাধ্যমের সহযোগিতা ও সক্রিয় প্রচার-প্রচারণার ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, প্রচার-প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও নির্বাচন, গণভোট ও তথ্য প্রচারসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং মতামত ব্যক্ত করেন।