নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করল হবিগঞ্জের খোয়াই থিয়েটার

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০২:৪৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০২:৪৫:৫৪ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৫ জানুয়ারি : নাট্যাচার্য সেলিম আল দীন এঁর ১৮তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার। গতকাল (বুধবার) ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় খোয়াই থিয়েটার কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
খোয়াই থিয়েটার সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল হক।
বক্তব্য রাখেন, চলচিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, থিয়েটার সহ-সভাপতি সাইফুর রাহমান পাপলু, সংস্কৃতিকর্মী প্রকৌশলী আশরাফুল আলম সুহেল, থিয়েটারের যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ রাজু প্রমুখ। প্রয়াত সেলিম আল দীন এর কর্ম ও জীবনী পাঠ করেন সুকান্ত গোপ। 
অনুষ্ঠানে সেলিম আল দীন রচিত গান এবং খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা ভাব-তরঙ্গে দীনহীন নাটকের অংশবিশেষ পরিবেশন করা হয়। পরিবেশনায় ছিলেন, তাওহীদ বীন আজাদ, রেদুয়ান বীন আজাদ, ইয়াছিন মাহমুদ , মো:আরিফ, হাসান মাহমুদ, সন্ধি, সুমী দাশ গুপ্ত প্রমুখ। আলোক পরিকল্পনায় ছিলেন অর্থ সম্পাদক  মো:আব্দুল হামিদ। শুরুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com