ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:৪২:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:৪২:৫৪ পূর্বাহ্ন
ঢাকা, ১৬ জানুয়ারি : রাজধানীর উত্তরার সেক্টর–১১-এর রোড–১৮-এর একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। অপর দুইজন হলেন রোদেলা আক্তার (১৪) ও রিসান (আড়াই বছর)। 
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, এখন পর্যন্ত একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন কুয়েত মৈত্রী হাসপাতালে এবং দুজন একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম এক বার্তায় অগ্নিকাণ্ডে হতাহতের তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com