জনবল সংকটের কারণে মিশিগান স্টেট পুলিশ কল ফরোয়ার্ড সীমিত করছে

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৩:৩৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৩:৩৭:০০ পূর্বাহ্ন
ওকল্যান্ড/ম্যাকম্ব কাউন্টি, ১৬ জানুয়ারি : জনবল সীমাবদ্ধতার কারণে মিশিগান স্টেট পুলিশ কাউন্টি ও পৌরসভাগুলোর জরুরি কল (৯১১) ফরোয়ার্ড করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। গত সপ্তাহে স্টেট পুলিশের দ্বিতীয় জেলার ভারপ্রাপ্ত কমান্ডার ইন্সপেক্টর নীল ডোনাহু বলেছেন, মেট্রো নর্থ পোস্টে পর্যাপ্ত সম্পদ না থাকায় ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টির অন্তর্ভুক্ত নয়টি টাউনশিপের কল ফরোয়ার্ড করা আপাতত বন্ধ রাখা হয়েছে।
ডোনাহু বলেন, “চলমান জনবল সীমাবদ্ধতার কারণে মেট্রো নর্থ পোস্ট সম্পদ পুনর্বিন্যাস করছে। এই মুহূর্তে ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টির ফ্রিওয়ের অংশগুলোতে কলের নিয়মিত সাড়া দেওয়ার জন্য পর্যাপ্ত সম্পদ নেই।” তিনি আরও জানান, কল ফরোয়ার্ড না রাখার উদ্দেশ্য হলো “কলগুলো পুনঃপ্রেরণের কারণে নাগরিকদের হতাশা কমানো এবং অদক্ষ পরিষেবা চক্র এড়ানো।” জনবল বৃদ্ধি পেলে এবং সহায়তা পুনরায় শুরু করলে সংশ্লিষ্ট পৌরসভার জননিরাপত্তা বিভাগকে অবহিত করা হবে।
ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিসের কমান্ডার জেসন জি. অ্যাব্রো বলেন, “আমাদের টহল এলাকায় আসা কলগুলো আমরা সরাসরি পরিচালনা করি এবং স্টেট পুলিশের কাছে ফরোয়ার্ড করি না। আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখি এবং জননিরাপত্তা নিশ্চিত করি।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com