রমাদান সামনে রেখে মুনা একাডেমীর মুয়াল্লিম ট্রেনিং কোর্স শুরু

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন
নিউজার্সি, ১৭ জানুয়ারি : আসন্ন পবিত্র রমাদান মাসে প্রতিবছরের ন্যায় ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স উপলক্ষে মুনা একাডেমী সম্মানিত প্রশিক্ষকদের জন্য আয়োজন করেছে মুয়াল্লিম ট্রেনিং কোর্স–২০২৬। গত ১২ জানুয়ারি এ কোর্সের উদ্বোধন করেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
হাসান আহমেদ নুমান-এর সঞ্চালনায় এবং ইমাম জুনাঈদ হোসাইন-এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন মুনা একাডেমীর ডিরেক্টর ও ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে পবিত্র কুরআন নাযিলের উদ্দেশ্য, বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এ প্রশিক্ষণ কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন সারা পৃথিবী থেকে মুয়াল্লিম ভাই-বোনদের অংশগ্রহণের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি মুনা একাডেমীর এই মহতী উদ্যোগে আল্লাহর বিশেষ সাহায্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনা একাডেমীর প্রশিক্ষক ইমাম জুনাঈদ হোসাইন এবং এডমিন শাহিদী রিদওয়ান।
পাঁচ দিনব্যাপী এ কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট স্কলার ও খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক শায়খ মাঈনুদ্দীন হাসান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪৬ জন মুয়াল্লিম অত্যন্ত আগ্রহের সঙ্গে এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স আগামী ১ রমাদান শুরু হয়ে ১৬ রমাদান পর্যন্ত চলবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com