আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১২:৩৮:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১২:৩৮:২৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৮ জানুয়ারি : এসময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত ২৪০ পৃষ্ঠার এই উপন্যাসটি ইতোমধ্যেই দেশের বিভিন্ন বিখ্যাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বলে প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে। শনিবার, ১৭ জানুয়ারি রাত ৮টায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, কবি ও প্রাবন্ধিক জাহানারা আফছর, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম. এ. ওয়াহিদ এবং প্রকাশক মনসুর আহমেদ।
মোড়ক উন্মোচনের পর আয়েশা আহমেদ বলেন, “জীবনের নানামুখী দ্বন্দ্ব, ভালোবাসা এবং মানুষের না বলা কথাগুলো এই উপন্যাসে স্থান পেয়েছে। সমাজ বদলে দিতে হলে মানুষের চিন্তাশীলতার জায়গা বড় করতে হবে। মানুষের ভেতরে মানুষ নানাভাবে বসবাস করে—সেখান থেকেই জন্ম নেয় বিশাল স্বপ্নরাশি এবং আলোকরশ্মি।”
উপস্থিত বক্তারা উপন্যাসটির বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলীর প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, পাঠকপ্রিয় এই উপন্যাসটি বাংলা কথাসাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্বীকৃতি পাবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com