মনসুর উদ্দিন আহমেদের গ্রন্থে হবিগঞ্জের ৫৭ বছরের সাংবাদিকতার চিত্র

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৯ জানুয়ারি : সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, দেশের প্রতিথযশা সাংবাদিক ও নির্মোহ আইনজীবী সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদের  'হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর' গ্রন্থটি  কেবল সাংবাদিকতা নয়; হবিগঞ্জের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শিক্ষা, ক্রীড়া, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, শিল্পায়ন, পর্যটন ও বনভূমি, হাওর বাওর কৃষি, সমাজ পরিবর্তন ও  বিবর্তন, রাজনৈতিক ঘটনা প্রবাহের এক অকাট্য দলিল হিসেবে কাজ করবে। আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, পরিবেশ সংগঠক, সমাজকর্মী, ক্রীড়া সংগঠক, প্রভৃতি ক্ষেত্রে বিগত পাঁচ দশক ধরে অনবদ্য ভূমিকা রাখলেও কোন কলুষতা তাঁকে স্পর্শ করতে পারেনি। মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একজন ব্যক্তি নন; প্রতিষ্ঠান। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখেছেন। ৫৭ বছরের সাংবাদিকতা জীবনে হবিগঞ্জের প্রতিটি ক্ষেত্র নিয়ে সচিত্র গবেষণাধর্মী প্রতিবেদন জাতীয় স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছেন। এসব প্রতিবেদন গ্রন্থটিতে স্থান পেয়েছে। এতে নতুন প্রজন্মের অনেকেই হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর "হবিগঞ্জের সাংবাদিকতার ৫৭বছর" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৮ জানুয়ারি (রবিবার) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও পরিবেশকর্মী তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক জাহান আরা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী শফিকুর রহমান চৌধুরী ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। লেখক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল তাঁর প্রারম্ভিক বক্তৃতায় গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বক্তব্য রাখেন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক তবারক আলী লস্কর,  হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মো: ফরিয়াদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ূম চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমতাজ, সাহিত্যিক ও নাট্যকার সিদ্দিকী হারুন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি শামসুল হুদা, সাংবাদিক শাকিল চৌধুরী, সাংবাদিক শরীফ চৌধুরী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জ থেকে ৫৭ বছর ধরে নিষ্টার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। নির্মোহ এই মানুষ সাংবাদিকতা ছাড়াও আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন কারী সাফায়েক।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com