নির্বাচনি জনসভা নিয়ে রুমিন ফারহানা তলব

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:০৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া, ১৯ জানুয়ারি: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তলব হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সই করা চিঠিতে বলা হয়, ১৭ জানুয়ারি বিকেলে সরাইলের ইসলামপুরে রুমিন ফারহানা প্রায় ৪০০–৫০০ জন সমর্থক নিয়ে একটি নির্বাচনি জনসভা করেন। সেখানে বড় মঞ্চ ও মাইকের ব্যবহার ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ লঙ্ঘন করেছে।
চলতি সময়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জনসভা বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার ওপর চড়াও হন এবং ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, যা ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ আয়োজনকে প্রভাবিত করতে পারে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com