ওয়েস্ট পাম বীচে “এসএসসি-৯১ ব্যাচ”-এর বার্ষিক বনভোজন

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:৪৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:৪৫:৫৩ অপরাহ্ন
ফ্লোরিডা, ১৯ জানুয়ারি : রাজ্যের ওয়েস্ট পাম বীচের ডায়ার পার্কে রবিবার “এসএসসি-৯১ ব্যাচ”-এর বাৎসরিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনরা মিলিত হয়ে আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মাধ্যমে স্মৃতিচারণ এবং নতুন গল্প ভাগাভাগি করেন।
সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত সবাই মনোরঞ্জন উপভোগ করেন। আবৃত্তি পরিবেশন করেন রনিত, এবং সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণ ঢালেন সঙ্গীতশিল্পী সোহাগ উদ্দিন।
সকালের নাস্তা এবং মধ্যাহ্ন ভোজে বিভিন্ন প্রকার উপাদেয় খাবার পরিবেশন করা হয়। বনভোজনের সার্বিক তত্ত্বাবধান করেন দিল, লীনা, শিউলি, ফাহিমা, আসাদ, অসীম, আলম, সোহাগ, নূর, রিপন, জাকির ও রকিব, রাসেল প্রমুখ।
আয়োজকরা জানান, বনভোজনের মূল উদ্দেশ্য ছিল পুরনো বন্ধুদের পুনরায় একত্রিত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, অতীত স্মৃতি তাজা করা এবং নতুন জীবনের গল্প ভাগাভাগি করা। বনভোজন শেষ হওয়ার পর, আগামী বছর আবার মিলনের প্রত্যাশায় সবাই একরাশ সুখী স্মৃতি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com