ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখার দাবিতে লন্ডনে সভা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:২৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:২৪:২৬ পূর্বাহ্ন
লন্ডন, ২১ জানুয়ারি : বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি বিকাল ২টায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে আয়োজিত এ সভা সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনাল  কমিটির আহ্বায়ক বিশিষ্ট  ব্যাবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে এবং  যুগ্ম সদস‍্য সচিব আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন, কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন  সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সিংকাপনী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনার বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ, জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী ।
সভায় অন‍্যান‍্য নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন মুফতি সৈয়দ মাহমুদ আলী, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, ক্রীড়া সংগঠক সৈয়দ সায়েম করিম, ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক সভাপতি আব্দুল মালিক, দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট রিজিওনাল চেয়ারপার্সন মোখতার আলী, গিয়াস উদ্দিন আহমদ, মাষ্টার আশরাফ চৌধুরী, টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব নুরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম, কবি আসমা মতিন, আজম আলী, বদরুল হক মনসুর, মাসুদ চৌধুরী প্রমুখ ।
সভার প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই বলেন, বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন‍্যায় ।এক শ্রেনীর সিলেট বিদ্বেষী সিন্ডিকেট অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন‍্য এ জঘন্য কাজ করে তিন লক্ষ প্রবাসীদের প্রতি অবিচার করেছে ।
বিশেষ অতিথি প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন, ২৪ বছর ধরে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হওয়ার পরও বিদেশী কোন ফ্লাইট ঐ তথাকথিত সিণ্ডিকেট ওঠা নামা করতে দিচ্ছেনা। ফলে বিমান লণ্ডন-সিলেট রুটে ১৫০০ পাউণ্ড পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছে। ফলে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবার দেশে যেতে পারছেন না। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশ বিমুখ হচ্ছে ।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, আর সোজা আঙ্গুলে ঘি উঠবেনা। আঙ্গুলকে বাঁকা করতে হবে।কঠোর কর্মসূচী দিতে হবে। অনির্দিষ্টকালের জন‍্য রেমিট্যান্স ও বিমান বয়কট করতে হবে। তাই  তিনি প্রবাসীদের স্বার্থে সবাইকে এক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 
সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট  ব্যবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদ বলেন, বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি মানা না হলে প্রবাসের ও দেশের সবাইকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com