ওয়ারেনে অরক্ষিত বন্দুকের গুলিতে ৩ বছরের শিশু আহত

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:৪৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:৪৪:১১ পূর্বাহ্ন
ওয়ারেন,  ২১ জানুয়ারি : ওয়ারেন শহরে একটি অরক্ষিত আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনায় ৩ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স বুধবার এক বিবৃতিতে ঘটনাটিকে “হৃদয়বিদারক ও সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “শিশুটি স্থিতিশীল থাকায় আমরা স্বস্তি পেলেও, এই ঘটনা আবারও আগ্নেয়াস্ত্র নিরাপদে সংরক্ষণের অপরিহার্য গুরুত্ব তুলে ধরেছে।” তিনি সব বন্দুক মালিককে অস্ত্র লক ও সেফ ব্যবহারের আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে একটি শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে তারা জানতে পারেন, শিশুটিকে তার ২৪ বছর বয়সী মা হাসপাতালে নিয়ে এসেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওয়ারেনের হুভার রোড ও ১০ মাইল রোডের সংযোগস্থলে অবস্থিত ‘কোভ অন ১০’ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তাদের পারিবারিক বাসায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে শিশুটি একটি অরক্ষিত সেমি-অটোমেটিক হ্যান্ডগান খুঁজে পায় এবং দুর্ঘটনাবশত গুলি ছোড়ে, যা তার হাতে লাগে। অন্য কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ অ্যাপার্টমেন্টটিতে তল্লাশি পরোয়ানা জারি করে। তল্লাশিতে শিশুটিকে আহত করেছে বলে ধারণা করা আগ্নেয়াস্ত্রসহ দুর্ঘটনাজনিত গুলির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তথ্য থাকতে পারে—এমন আরেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা চলছে। তদন্ত চলমান রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিশিগানের নিরাপদ অস্ত্র সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগ আনা হতে পারে। ২০২৩ সালে পাস হওয়া এই আইনটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয়। আইন অনুযায়ী, যেখানে শিশুর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে আগ্নেয়াস্ত্র খালি করে তালাবদ্ধ রাখতে হবে অথবা তালাবদ্ধ বাক্স বা কন্টেইনারে সংরক্ষণ করতে হবে। এ আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড, পাঁচ হাজার ডলার জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com