এগ হারবার টাউনশীপে প্রাণের আমেজে “পিঠা উৎসব”

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:৩৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০২:৩৪:২৬ পূর্বাহ্ন
এগ হারবার টাউনশীপ, ২২ জানুয়ারি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের এগ হারবার টাউনশীপের একটি ভেন্যুতে ২১ জানুয়ারি, বুধবার রাতে প্রাণের আমেজে “পিঠা  উৎসব”এ মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা ।
পিঠা  উৎসবে বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে যায়। আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়ে। তাইতো মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়াতে থাক, ”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে ,আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।নান্দনিক এই পিঠা উৎসবে বাহারি নামের ও ডিজাইনের পিঠার সমাহার ছিল। প্রতিটি পিঠা ছিল  আমাদের ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করেছে। নান্দনিক এই পিঠা উৎসবের আয়োজনে ছিলেন ফরিদা সুলতানা, হাসমুন সুলতানা, তাজরিন তারিন, সাবেরাত লিপি, নাজমুন সুলতানা, কলি নূরনাহার।
পিঠা উৎসবের আয়োজন প্রসংগে আয়োজকরা বলেন,  “প্রবাসে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই  আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। তাঁদের এই কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়। পিঠা  উৎসবের বাড়তি পাওনা ছিল জামান রুকু,সোহেল ও আসিফ এর মনোজ্ঞ সংগীত পরিবেশনা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com