২২ বছর পর সিলেট সফর, জনসভা কানায় কানায় পূর্ণ

সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:৪৪:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০২:৫৫:২৮ পূর্বাহ্ন
সিলেট, ২২ জানুয়ারি:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সমাবেশস্থলে তিনি হাজির হন। এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই তিনি স্থানীয়দের সঙ্গে সংযোগ স্থাপন করতে সিলেটি উচ্চারণে জানতে চান, “আপনারা ভালা আছেন নি..?”। 
বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্যকে ধরে রেখে তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গতকাল রাতে তিনি সিলেটে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরে সফর।
রাতে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর হোটেলে ফিরে রাত যাপন করেন। সেখান থেকে আজ দলীয় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন তিনি।
জনসভাটি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি ২২ বছর পর তারেক রহমানের এই সফর সিলেটে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং আবেগের জন্ম দিয়েছে। সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন সভাস্থল। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com