আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ 

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৫১:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৫১:১৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৩ জানুয়ারি : যুক্তরাষ্ট্রের  নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র গতকাল বৃহস্পতিবার তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ প্রদান করেন। 
ওইদিন দুপুরে সিটির গোল্ডেন  নাগেট ক্যাসিনোর বলরুমে মেট্রোপলিটান বিজনেস এন্ড সিটিজেনস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণে মেয়র মার্টি স্মল চলতি বছর আটলান্টিক সিটির অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনা, নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া বিগত বছরগুলোতে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আটলান্টিক সিটির বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার বিস্তারিত বিবরনও তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। 
মেয়রের “স্টেট অব দ্য সিটি” ভাষন সম্পর্কে প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ বলেন, মেয়র মার্টি স্মলের বার্ষিক ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ আটলান্টিক সিটির অগ্রযাত্রায় একটি মাইলফলক। তাঁরা আরো বলেন, মেয়রের বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে আটলান্টিক সিটি তার অভীষ্ট লক্ষ্যের পানে এগিয়ে যাচ্ছে। 
অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, মোঃ আইউব, বেলাল হোসেন, বেলাল উদ্দিন,মোঃ মামুন,মাহমুদ শাহ, মোঃ জাকির,  মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com