ওয়ারেন, ২৩ ফেব্রুয়ারি : শুভ্রতার আবরণে, জ্ঞানের আলো হাতে নিয়ে আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে ধরাধামে অবতরণ করেছেন বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের আবহে উদ্যাপিত হচ্ছে মিশিগানের বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শুভ্র রাজহাঁসে আরূঢ় হয়ে দেবী সরস্বতী এই পুণ্য তিথিতে মানবজগতে আগমন করেন। জ্ঞান, বিদ্যা, সুর ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণে সকাল থেকেই পূজামণ্ডপে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। ভক্তিমূলক স্তোত্র, মন্ত্রোচ্চারণ আর ধূপ-ধুনোর সুগন্ধে চারপাশ হয়ে উঠেছে আবেশময়।
সরস্বতী পূজা মানেই শিক্ষার্থীদের হৃদয়ে এক বিশেষ অনুভূতির সঞ্চার। বিশেষত শিশুদের জন্য এই দিনটি অত্যন্ত স্মরণীয়। এদিন ‘হাতেখড়ি’র মাধ্যমে ছোট শিশুদের বর্ণমালার সঙ্গে প্রথম পরিচয় ঘটে এবং বিদ্যাচর্চার শুভ সূচনায় তারা দেবীর আশীর্বাদ কামনা করে।
পূজা উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, হাতেখড়ি ও নানা সাংস্কৃতিক আয়োজন। বিদ্যাদেবীর এই আরাধনা উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দিরে আজ, কাল ও পরশু ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সরস্বতী পূজা একটি বিশেষ স্থান দখল করে আছে। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত ও কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানচর্চার প্রতি মানবসমাজের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শুভ্র রাজহাঁসে আরূঢ় হয়ে দেবী সরস্বতী এই পুণ্য তিথিতে মানবজগতে আগমন করেন। জ্ঞান, বিদ্যা, সুর ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণে সকাল থেকেই পূজামণ্ডপে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। ভক্তিমূলক স্তোত্র, মন্ত্রোচ্চারণ আর ধূপ-ধুনোর সুগন্ধে চারপাশ হয়ে উঠেছে আবেশময়।
সরস্বতী পূজা মানেই শিক্ষার্থীদের হৃদয়ে এক বিশেষ অনুভূতির সঞ্চার। বিশেষত শিশুদের জন্য এই দিনটি অত্যন্ত স্মরণীয়। এদিন ‘হাতেখড়ি’র মাধ্যমে ছোট শিশুদের বর্ণমালার সঙ্গে প্রথম পরিচয় ঘটে এবং বিদ্যাচর্চার শুভ সূচনায় তারা দেবীর আশীর্বাদ কামনা করে।
পূজা উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, হাতেখড়ি ও নানা সাংস্কৃতিক আয়োজন। বিদ্যাদেবীর এই আরাধনা উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দিরে আজ, কাল ও পরশু ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সরস্বতী পূজা একটি বিশেষ স্থান দখল করে আছে। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত ও কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানচর্চার প্রতি মানবসমাজের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক।