মেডিকেড প্রতারণা : সাগিনাওয়ের প্রাক্তন চিকিৎসক বিচারের মুখোমুখি

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:৩২:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:৩২:২২ পূর্বাহ্ন
সাগিনাও, ২৫ জানুয়ারি : মেডিকেড কর্মসূচিতে প্রতারণার অভিযোগে অভিযুক্ত সাগিনাওয়ের এক প্রাক্তন চিকিৎসককে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেলের কার্যালয় বৃহস্পতিবার জানায়, ৬১ বছর বয়সী জেমস কার্থ্রনকে গত সপ্তাহে একজন জেলা আদালতের বিচারক ইংহাম কাউন্টি সার্কিট আদালতে সোপর্দ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, তার পরবর্তী শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
তদন্তকারীরা জানিয়েছেন, কার্থ্রনের বিরুদ্ধে মোট ২৩টি ভুয়া মেডিকেড দাবি দাখিলের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড এবং/অথবা ৫০ হাজার ডলার জরিমানার মুখে পড়তে হতে পারে। শুক্রবার পর্যন্ত কার্থ্রনের আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিক মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসিকিউটরদের অভিযোগ, সাগিনাওয়ের পিআরএন আর্জেন্ট কেয়ার পরিচালনাকারী কার্থ্রন ২০২৪ সালের ৩১ মে থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ বার এমন সেবার জন্য মেডিকেডে বিল জমা দেন, যা বাস্তবে কখনোই প্রদান করা হয়নি। কর্মকর্তারা জানান, কার্থ্রন ২০২৩ সালেই তার চিকিৎসাকেন্দ্র বন্ধ করে দেন।
তদন্তে আরও বলা হয়েছে, এসব সেবাকে টেলিফোন ভিজিট হিসেবে দেখিয়ে বিল করা হয়েছিল। চলতি বছরের আগস্ট মাসে কার্থ্রনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্ত হওয়ার পর এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, “মিশিগানের লক্ষ লক্ষ মানুষ তাদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেড কর্মসূচির ওপর নির্ভরশীল। এই কর্মসূচিকে জালিয়াতি ও অসাধু ব্যক্তিদের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মেডিকেডকে শোষণ করতে চাওয়া যে কাউকে জবাবদিহির আওতায় আনতে আমার কার্যালয় কাজ করে যাবে।”
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com