সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:০২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:০২:৫৪ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৫ জানুয়ারি : বিশিষ্ট সাংবাদিক, সামাজিক সংগঠক ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রাণবন্ত ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর বন্ধু ও সমসাময়িকরা মিলিত হয়ে স্মৃতিময় এক সন্ধ্যা উপভোগ করেন।
আজ ২৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় খোয়াই থিয়েটার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালসহ তাঁর বন্ধু ও সমসাময়িকদের মধ্যে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিবেশ সংগঠক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. জমির আলী, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন এবং বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।
খোয়াই থিয়েটারের সভাপতি ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত বয়োজ্যেষ্ঠ অতিথিরা তাঁদের শৈশব, কৈশোর ও তারুণ্যের স্মৃতিচারণ করেন এবং মনসুর উদ্দিন আহমেদ ইকবালের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। স্মৃতিচারণে ভরপুর এই মনোরম সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, যুক্তরাজ্যপ্রবাসী মো. আব্দুল হক, মাসুক আহমেদ, নাট্যকর্মী আব্দুল হামিদ, ওসমানগণি রুমি, চৌধুরী তাওহিদ বিন আজাদ, মীর ইয়াসিন মাহমুদ, অর্পণ আহমেদ, মোহাম্মদ আরিফ, চৌধুরী তাকদীর বিন রেদোয়ান, হাসান মাহমুদসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com