চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৩:১৭:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৩:১৭:৩৫ পূর্বাহ্ন
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি. রাইস-এর কর্ম ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান/Photo : U.S. Embassy Dhaka, Facebook Page

চট্টগ্রাম, ২৭ জানুয়ারি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল ৮:৩০ থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ও স্থানীয় কর্মকর্তারা ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় করেন।
এ সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com