আটলান্টিক সিটিতে ভাড়া ও ইউটিলিটি সহায়তায় ৪ লাখ ডলারের তহবিল

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:১৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:১৮:২৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ৩০ জানুয়ারি : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে  আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে আটলান্টিক সিটি কর্তৃপক্ষ। ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা দিতে ২৮ জানুয়ারি বুধবার চার লাখ ডলারের একটি বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। এই ঘোষণার মাধ্যমে তিনি শহরের বাসিন্দাদের আর্থিক সহায়তা দিয়ে জীবনমান উন্নত করার জন্য তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি সিটির আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের পাশে দাঁড়াতে নতুন একটি সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির আওতায় মোট চার লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়া সহায়তায় দুই লাখ ডলার এবং ইউটিলিটি বিল সহায়তায় আরও দুই লাখ ডলার রাখা হয়েছে। এই সহায়তা শুধুমাত্র নিউ জার্সি ষ্টেটের নির্দেশিকা অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে। সহায়তা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সরাসরি সিটি হলে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ভাড়া সহায়তার জন্য আবেদনকারীদের লিজের কপি, পে-স্টাব এবং প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র জমা দিতে হবে।
ইউটিলিটি সহায়তার ক্ষেত্রে আবেদনকারীদের বিল বকেয়া থাকতে হবে,শাট-অফ নোটিস থাকতে হবে এবং বিল আবেদনকারীর নিজের নামে হতে হবে— যার মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাস অন্তর্ভুক্ত। এই কর্মসূচির আওতায় সিটির হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের মাধ্যমে কেস ম্যানেজমেন্ট সেবাও প্রদান করা হবে।
সহায়তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, ভাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২,৫০০ ডলার এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ ডলার। আরও তথ্য জানতে সিটির কমিউনিটি এনগেজমেন্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com