‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:১৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:১৫:৪০ অপরাহ্ন
সিরাজগঞ্জ, ৩১ জানুয়ারি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার কাছে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তাঁর মতে, বিএনপি ছাড়া এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা বাংলাদেশকে সঠিক ও সুদৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ার বিসিক শিল্পপার্ক এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা করছে। মানুষ এমন নেতৃত্ব চায়, যারা দেশকে আগামী দিনের দিকে এগিয়ে নিতে পারে।”
তিনি বলেন, “এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহিদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি। আবার ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বহু মানুষ সেই স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। এখন আমাদের দায়িত্ব—এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।”
তিনি আরও বলেন, “আজ এই লাখ লাখ মানুষের সামনে আমি চাইলে প্রতিপক্ষকে নিয়ে অনেক কথা বলতে পারতাম, তাতে হয়তো হাততালি মিলত। কিন্তু তাতে দেশের কোনো লাভ হতো না।”
বিএনপির চেয়ারম্যান বলেন, “মানুষ ভরসা করে অভিজ্ঞতার ওপর। তারা সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে, যারা বিপদের সময় মানুষকে ফেলে রেখে চলে যায়নি। এসব গুণ বিএনপির মধ্যে রয়েছে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন—‘গুপ্ত তোমরা’। কারণ গত ১৬ বছর ধরে আমরা তাদের আর দেখি নাই। তারা তাদের সঙ্গেই মিশে ছিল, যারা ৫ তারিখে দেশ ছেড়ে পালিয়ে গেছে।”
সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “তাঁত বা লুঙ্গির কথা বললে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার নাম। এই অঞ্চলের মানুষ তাঁতশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি এবং পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান বিএনপির চেয়ারম্যান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com