লোডশেডিংয়ের দেশে মেট্রোরেল হাস্যকর : মোমিন মেহেদী

আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ১১:০৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
ঢাকা, ০৫ জুন : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শতভাগ বিদ্যুতের ঘোষণার মত লোডশেডিং-এর দেশে মেট্রোরেলও হাস্যকর। আর এই সব হাস্যকর ঘটনাগুলো লুটপাটের জন্য করছে সরকারের মন্ত্রী-এমপি-আমলারা যৌথভাবে।
৫ জুন তোপখানা রোডে লোডশেডিং সমস্যার সমাধানের দাবিতে এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতি বিবর্জিত ব্যক্তিরা রাজনীতির নামে মানুষকে বোকা বানিয়ে একটি পক্ষকে ক্ষমতায় আনার আর আরেকটি পক্ষকে ক্ষমতায় রাখার চেষ্টা করে যাচ্ছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারীরা।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ফরহাদ ফুয়াদ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com