মাধবপুর, (হবিগঞ্জ) ০৮ জুন : প্রধান তথ্য কমিশনার ডঃ আব্দুল মালেক বলেছেন, সরকারী কাজকর্ম সম্পর্কে জনগনের জানার অধিকার রয়েছে।আর এজন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে।বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করে জনগনের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান করেছেন। সুশাসন নিশ্চিতে তথ্যের ভূমিকা রয়েছে।' তিনি আজ বৃহস্পতিবার (৮ মে) মাধবপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় বিকাল ৩ টায় এ সভা হয়।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে এ জনঅবহিতকরন সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক সালাহ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজ,ওসি মোঃ আব্দুর রাজ্জাক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ সচিব,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ এ জনঅবহিতকরন সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় বিকাল ৩ টায় এ সভা হয়।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে এ জনঅবহিতকরন সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক সালাহ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজ,ওসি মোঃ আব্দুর রাজ্জাক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ সচিব,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ এ জনঅবহিতকরন সভায় উপস্থিত ছিলেন।