মাধবপুর, (হবিগঞ্জ) ০৮ জুন : মাধবপুরে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইদন মিয়া নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমূহনী ইউনিয়নের সীমান্তবর্তী রাজনগর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাতে ইদন স্ত্রী নিপা ও দুই সন্তানসহ তাঁর ঘরে ঘুমাতে যান। রাত প্রায় ২টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় স্বামী ইদন মিয়া ঘরের তীরের সঙ্গে ঝুলে আছে। স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। ওসি আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।