দেশে কেউ নিরাপদ নাই : মোমিন মেহেদী

আপলোড সময় : ১২-০৬-২০২৩ ১২:২৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৩ ১২:২৭:২২ অপরাহ্ন
ঢাকা, ১২ জুন : বরিশাল সিটি নির্বাচনে হামলা-পাল্টা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. অর্থনৈতিক-প্রশাসনিক ও রাজনৈতিক পাষন্ডতার কাছে অসহায় হয়ে দেশে কেউ নিরাপদ নাই। আমরা নিরাপত্তা চাই, চাই দেশের সকল মানুষ নিরাপদ থাকুক-ভালো থাকুক-সুস্থ থাকুক।
নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ১২ জুন বিকেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের ঐক্যবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক কালাম ফয়েজ কলি প্রমুখ।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন, গণমাধ্যমের কল্যাণে জেনেছি- ‘চরমোনাই পীরের ছোট ভাই বলেছেন-  ‘নৌকায় ভোট দিলে পাবে শেখ হাসিনা, ধানের শীষে ভোট দিলে পাবে বেগম জিয়া আর হাত পাখায় ভোট দিলে পাবে আল্লাহর নবী’ সেই নবী দাবিকারী ব্যক্তিটির উপর হামলা করা হয়েছে, যা সত্যি আমজনতার জন্য আশঙ্কার। এই আশঙ্কাগ্রস্থ সময় থেকে আমরা মুক্তি চাই, দেশ ও দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com