যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির বনভোজন ২৩ জুলাই 

আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৪:২২:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৪:২২:৪৯ পূর্বাহ্ন
নিউইয়র্ক, ১৬ জুন : যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতি ইনকের এক সভা গত ১১ জুন  জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির আলী এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মোহাম্মদ এম উদ্দিন আলমগীর, প্রফেসর আব্দুর রহমান, জাকির হোসেন চৌধুরী অসীম, আবু সাঈদ চৌধুরী কুটি, সেলিম আজাদ, আনু মিয়া,আকবর হোসেন স্বপন, এম আহমেদ ফয়সল, সুকান্ত হরে, গিয়াস উদ্দিন, অনিমেষ রায় ও মোঃ আবুল কালাম প্রমুখ। 
সভার শুরুতে সমিতির উপদেষ্টা মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা দেয়া হয়। সভায় আগামী ২৩ জুলাই নিউ ইয়র্ক সিটির Queens এর Rainey পার্কে সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলার তারিখ ঘোষণা করা হয়। সেই সঙ্গে মোঃ তাজুল ইসলাম মানিককে আহবায়ক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে প্রধান সমন্বয়কারী এবং মোহাম্মদ মোস্তফা কামালকে সদস্য সচিব করে বনভোজন উদযাপন কমিটি হঠন করা হয়েছে। এই বার্ষিক বনভোজন ও মিলনমেলায় প্রবাসী হবিগঞ্জবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ পূর্বক আয়োজনটিকে সফল ও সার্থক করে তোলার জন্য সভার পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। পরে সভার আলোচ্যসুচী মোতাবেক বিস্তারিত আলোচনান্তে মতবিনিময় পূর্বক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com