সিলেট, ১৬ জুন : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ গত ১৪ জুন সিলেট মহানগরীর রোজভিউ হোটেলে অনুষ্ঠিত হয়। তিনি রাষ্ট্রীয় কাজে সিলেট আসলে ওই হোটেলের কনফারেন্স হলে সমবেত হন সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সৌজন্য স্বাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক বরণ চৌধুরী, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, লিটন বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া প্রমুখ।
স্বাক্ষাৎ কালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন। বর্তমান সরকার তাহা অবগত আছেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দুটি পাতা, একটি কুঁড়ির সম্প্রীতির পুণ্যভূমি সিলেটে প্রতিষ্ঠিত সিলেট চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন করা এগিয়ে চলা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা ও মানবিক কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে ফাউন্ডেশনের সবাই ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan