আটলান্টিক সিটি, ১৭ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির স্কুল জেলায় “ক্রিকেট ক্লিনিক” এর যাত্রা শুরু হয়েছে। আটলান্টিক সিটি স্কুল জেলার অধীনে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে ক্রিকেট খেলা সম্পর্কে সম্যক ধারনা দেওয়া এবং ক্রিকেট খেলাকে ছাত্র-ছাত্রীদের মধ্যে জনপ্রিয় করার লক্ষ্যেই “ক্রিকেট ক্লিনিক” এর যাত্রা শুরু- জানালেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী।
সম্প্রতি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীর আমন্ত্রণে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কবির হোসেন “ক্রিকেট ক্লিনিক” এর কার্যক্রম অবলোকন করার লক্ষ্যে টেক্সাস এভিনিউ স্কুল সফর করেন। টেক্সাস এভিনিউ স্কুলের অধ্যক্ষ লীনা গিল তাঁদেরকে স্বাগত জানান এবং নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ক্রিকেট ক্লিনিকের কার্যক্রম অবলোকন করেন।
এসময় নেতৃবৃন্দ ক্রিকেট ক্লিনিক এ প্রশিক্ষণ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নাবিদ চৌধুরী ও গাজী আলম এর সাথে মতবিনিময় করেন।তাঁরা ক্রিকেট ক্লিনিকের কার্যক্রম নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। নেতৃবৃন্দ ক্রিকেট ক্লিনিকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক আগ্রহে ও স্কুল জেলার সুপারিটেনডেনট ডঃ মিসেস লা কোয়েটা স্মলের সার্বিক সহযোগিতায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের উদ্যোগে “ক্রিকেট ক্লিনিক” এর কার্যক্রম শুরু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan