আমেরিকা , মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত: মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেট্রয়েটের নতুন আর্চবিশপের নাম ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : কমিশনার সানাউল্লাহ ডেট্রয়েট ক্যাসিনো পার্কিং গ্যারেজে হিমায়িত হয়ে দুই শিশুর মৃত্যু বুধবার বিকেলে মেট্রো ডেট্রয়েটে ধেয়ে আসছে তুষারঝড় টড বেটিসনকে নতুন ডেট্রয়েট পুলিশ প্রধান নির্বাচন করেছেন মেয়র  হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান গ্রেপ্তার ‘বিপর্যয় ডেকে আনছে', ইভি চার্জার কর্মসূচি স্থগিত করল পরিবহণ দফতর সাউথফিল্ডে গুলিতে এক ব্যক্তি নিহত মিশিগানে গাড়ি চুরি রুখতে টাস্কফোর্স জোরদার করেছে এজি নেসলে শ্রদ্ধা ভালোবাসায় ড. দেবাশীষ মৃধার জন্মদিন পালন সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু ট্রাম্পের আদেশের পর কোরওয়েল হেলথের লিঙ্গ পুনঃনির্ধারণ চিকিৎসা বন্ধ শিল্পীর বিস্ময়কর কাজ, ছোট হলেও মূল্যবান ডেট্রয়েটের জরুরি কক্ষ থেকে ফেন্টানাইল চুরি, প্রাক্তন নার্স অভিযুক্ত ডেট্রয়েটের অগভীর কবর থেকে ছেলের মৃতদেহ উদ্ধার, অভিযুক্ত মা ইনফ্লুয়েঞ্জার দাপট : মিশিগানের জরুরি কক্ষগুলিতে উপচে পড়া ভিড় মিশিগানে মুসলিম গোষ্ঠীকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুন শেখ সেলিমের বনানীর বাসায় ভাঙচুর-আগুন

একটি সাধারণ মেয়ের গল্প

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৩ ০১:৩৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৩ ০১:৩৫:৩৫ পূর্বাহ্ন
একটি সাধারণ মেয়ের গল্প
আমার বয়স যখন মাত্র ষোল 
তখন আমার ইচ্ছে ছিল 
ফুলের মত ফুটে ওঠার
স্বপ্ন ছিল বড় হয়ে কাব্য লেখার,
স্বপ্ন ছিল বধুবেশে একটু সাজার।
স্বপ্ন ছিল পাখির মত পাখনা মেলে
নীল আকাশে উড়ে উড়ে গান শোনাবার। 
স্বপ্ন ছিলো বাবার কাছে অকারণে 
বায়না ধরার।
ভাইয়ের সংগে যখন তখন অকারণে
ইচ্ছে মত ঝগড়া করে খেপিয়ে তোলার। 
কিন্তু কোথা থেকে কী যে হলো 
সব স্বপ্ন আমার গুড়িয়ে গেল। 
একদিন এক মিষ্টি ভোরে 
সূর্য উঠলো, কেমন যেন কষ্ট নিয়ে,
হঠাৎ করে বাবা এসে,  বললো 
চল মা, তোমায় লুকাতে হবে, 
আমাদের বাড়ি ঘিরে ফেলেছে 
খারাপ লোকে। 
বড্ড বেশী খারাপ লোকে 
ঘিরে ফেলেছে। 
পাক বাহিনী ঘিরে ফেলেছে। 
তুই যে আমার লক্ষ্মী ওরে
তোকেই ঘিরে এইতো আমার জীবনটা যে।
আমি যদি না থাকি মা, 
তুই কিন্তু ভালো থাকিস
স্বপ্ন দেখিস, অনেক অনেক স্বপ্ন দেখিস,
নিজেকে তুই মুক্ত রাখিস।
বাড়ির মধ্যে খড়ের একটা পালা ছিল
বাবা আমায় যত্ন করে 
তারই মাঝে লুকিয়ে দিল
বাবার হাত দুটো তখন 
ভীষণ ভাবে কাঁপতে ছিল 
চোখ থেকে কী যেন এক অভিমানে
জল গড়াল। 
নিঝর ধারায় জল গড়াল। 
আমি কিছু বলার আগে, বোঝার আগে, 
এই সকালে
অমাবস্যার রাতের মতো 
জীবন আমার অন্ধকারে ভরে গেল।
বাবা আমায় লুকিয়ে দিয়ে 
ঘরের দিকে এগিয়ে গেল, 
তার পরে, কী যে হলো, 
আমার শান্ত শিষ্ট মিষ্টি  মা-টা 
যখন দৌড়ে পালাচ্ছিল 
ওরা তখন ধরে ফেলল, 
বাবা তখন কষ্ট পেল, ভীষণ ভীষণ কষ্ট পেল
মাকে বাবা বাঁচাতে  গেল
কিন্ত ওরা তো জন দশেক ছিল 
ওদের হাতে অস্ত্র ছিল 
বাবা অনেক অনেক চেষ্টা করলো
অনেক অনুনয় বিনয় করলো
তার পরে বাবা ক্ষেপে গেল,
অনেক অনেক ক্ষেপে গেল।
তখন ওরা, উর্দুতে কি যেন বললো
একজন বেনেট দিয়ে 
বাবার মাথায় আঘাত করলো
তার পরে কী যে হলো, 
পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেল
অন্য একজন বন্দুক তুলে গুলি করলো।
আমার বাবা, আমার আদরের বাবাটা
আমার নির্ভরতার নির্ভয় স্থলটা, 
আমার অসীম আকাশটা
নিজেই মটিতে লুটিয়ে পড়লো। 
ইচ্ছে হলো দৌড়ে গিয়ে,  
বাবার মাথাটা বুকের মাঝে জড়িয়ে ধরি, 
শেষ বারের মতো একটু খানি আদর করি
কিন্তু 
নিজের চুল নিজেই ছিড়লাম, 
শক্ত করে কান্নাটাকে থামিয়ে দিলাম।
আমার ছোট্ট ভাইটা, 
আমার বার বৎসরের সেই আদরটা
লুকিয়ে  দেখলাম,  অনেক কান্নায় 
বুক ভাসিয়ে,......পালিয়ে গেল।
আমাকে ওরা অনেক খুজলো
আমার চেনা একজন,  
ঐ আর্মিদের সংগে ছিল।
ওরা মাকে নিয়ে,... চলে গেল। 
কোথায় গেল? কেন গেল?
আমার অবুঝ মায়ের কি যে হবে…
জানিনা তো!
আমার সকল আকাশ 
অন্ধকারে ঢেকে গেল, 
সকল আলো জীবন  থেকে নিভে গেল
সকল স্বপ্ন অসীম কষ্টে প্রাণ হারাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব উদ্বোধন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব উদ্বোধন