মাধবপুর, (হবিগঞ্জ), ১৮ জুন : মাধবপুরে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় উম্মরা খাতুন ((৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । রোববার সকালে মরদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। উম্মরা উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের মোঃ শাহজাহান খাঁর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৭জুন) সকালে তিনি বাড়ি থেকে হাটতে বের হয়। সন্ধ্যায় ঢাকা- সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি আম গাছে উম্মেরা খাতুনকে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে জানান, হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নারীর আঙ্গুলের চাপ নিয়ে পরিচয় শনাক্ত করেন। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan