মাধবপুর, (হবিগঞ্জ), ১৮ জুন : ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে সিলেটমুখী কাভার্ড ভ্যানের ধাক্কায় সজিব রায় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০ টায় মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ ঘটনা ঘটে ।সজিব রায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃনাল কান্তি রায়ের ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দর রাজ্জাক জানান, রোববার সকালে হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন সজিব রায়। ওই স্থানে একটি কাভার্ডভ্যান গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাহুবলে তিনি মারা যান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan