সাতক্ষীরা, ১৮ জুন (ঢাকা পোস্ট) : সাতক্ষীরার কলারোয়ায় উষা খাতুন (২০) নামের এক নববধূ বিয়ের দিন সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উষা খাতুন রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে। কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরে রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে উষা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ের পর উষা তার বাবার বাড়িতেই থেকে যায়। রোববার সন্ধ্যায় উষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের স্বজন ও প্রতিবেশীদের ভাষ্যমতে, স্বামীকে পছন্দ না হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan