মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
-
আপলোড সময় :
২১-০৬-২০২৩ ১০:১৯:০৩ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২১-০৬-২০২৩ ১০:১৯:০৩ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২১ জুন : মাধবপুরে বজ্রপাতে অনিল সরকার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে তেঘরিয়া ফসলের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ খাঁন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের নিহত বীনন্দ্র সরকারের ছেলে অনিল সরকার তেঘরিয়া মাঠ থেকে চড়ানো গরু আনতে গিয়েছিল। মাঠে যাওয়ার পর হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু। খবর পেয়ে পরিবারের লোকজন নিহত অনিল সরকারকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ বেজুড়া গ্রামে তাদের বাড়ীতে ছিল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ীতে গিয়েছে এবং পরবর্তি আইনী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স