মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ জুন : মাধবপুরে নির্জন পাহাড়ী এলাকায় গভীর রাতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মা-মেয়েকে নির্যাতন করা হয়েছে। দৃর্বুত্তদের দায়ের কুপে মা আহত হয়েছে। ২৩ জুন শুক্রবার মধ্যরাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নির্যাতিতারা জানান, ২৩ জুন মধ্যরাতে একদল দৃর্বুত্ত পুরুষ শুন্য তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দরজা ভাঙ্গার শব্দ পেয়ে তারা প্রতিবেশিকে ফোন দেন। এদিকে দৃর্বুত্তরা ঘরে প্রবেশ করেই মা ও মেয়েকে মারধর করতে থাকে। এক পর্যায়ে দায়ের কুপে গৃহিনী মা আহত হন। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দৃর্বুত্তরা পালিয়ে যায়। প্রতিবেশি আব্দুল হক জানান, মধ্যরাতে ভিকটিম পরিবার তার কাছে ফোন দিয়ে জানান, তাদের বাড়িতে চোর ঢুকেছে। পরে গ্রামবাসিদের নিয়ে তাদের বাড়িতে গেলে দৃর্বুত্তরা পালিয়ে যায়। আহত নারীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে শুক্রবার সকালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই অনিক দেব জানায়, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের অভিযোগ শুনেছি। দৃর্বুত্তদের বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan