ওয়ারেন, ২৫ জুন : সাত সমুদ্র পাড়ি দিয়ে কলকাতা থেকে সেজেগুজে বাংলার মা দুর্গা এলেন মিশিগান কালিবাড়িতে। গতকাল শনিবার নতুন মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সকাল ১০টায় হোম যজ্ঞ পুজো অর্চনার মাধ্যমে দেবীর বিগ্ৰহে করা হয় প্রাণ প্রতিষ্ঠা। পূজায় পৌরহিত্য করবেন পন্টিয়াক পরাশক্তি টেম্পলের প্রিস্ট পট্টাবিরমন (কান্নান), কালিবাড়ির প্রধান প্রিস্ট দুর্গা শঙ্কর চক্রবর্তী এবং প্রিস্ট সঞ্জয় চক্রবর্তী। পূজায় দেবীকে ১০৮টি পদ্ম অর্পণ করা হয়। পুজো শেষে অসংখ্য ভক্ত দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন।
এর আগে আগে অনুষ্ঠানে আগত ১৫ জনকে অতিথিকে উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। তারা হলেন মঞ্জু ভাটিয়া, বিজয় ভাটিয়া, মাইক ক্লার্ক, ভরত মেহতা, কৈলাশ মেহতা, বিকাশ মোরে, চন্দ্র নারায়ণন, জয়া নারায়ণন, কমলেশ সাহোর, বিজয় সাহোর, ডা: ইন্দ্রজিৎ সাইনি, অড্রে সিঙ্গার, প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, অবিনাশ চৌধুরী এবং চিন্ময় আচার্য্য। নতুন প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan