মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ জুন : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস চাপায় জেনারেটর ব্যবসায়ী দৌলত খান মোল্লা (৬৫) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের গোদামপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সিলেটগামী একটি বাস (ঢাকা মেট্রো ১৩-২২৪২) ওই স্থানে মোটরসাইকেল আরোহী দৌলত খান মোল্লাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় দৌলত খাঁনকে ঢাকায় নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় । পুলিশ দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসটি আটক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ যানবাহন দুটিকে জব্দ করেছে। পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan