ক্যালিফোর্নিয়া, ০১ জুলাই : ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় মশা উপদ্রব বেড়েছে। এর জেরে মশাবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনাও বাড়ছে। তা রুখতেই ড্রোনের মাধ্যমে মশাদমনে নেমেছে ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসন।
গত ২ মাসে যুক্তরাষ্ট্রে ৫টি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। পঞ্চম ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, পাঁচ জন আক্রান্তের কারওই বিদেশ যাত্রার ইতিহাস নেই। তাই স্থানীয় ভাবেই মশাবাহিত এই রোগ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও রোগীর সকলেই প্রাথমিক চিকিৎসার পর ভাল রয়েছেন। তাঁদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এই ঘটনা নতুন করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর মধ্যেই এসেছে বর্ষা। তাই মশার উপদ্রব যাতে না বাড়ে সে দিকে সদা সতর্ক যুক্তরাষ্ট্র প্রশাসন। তাই ক্যালিফোর্নিয়ায় মশা নিধনে ব্যবহার করা হচ্ছে গুয়েন ড্রোন। বিভিন্ন জলা জায়গায় থাকা মশার লার্ভা মেরে ফেলতে রাসায়নিক ছড়াতেই এই ড্রোন ব্যবহৃত হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan