
সনাতন সংঘের রথকে ঘিরে গত এক মাস ধরে হ্যামট্রাম্যাকের শহরের বাসভবনের গ্যারেজে রথ নির্মাণে ব্যস্ত সময় পার করেছেন পরেশ নাথ। গতকাল পরেশ নাথ জানান, ইতিমধ্যে রঙের কাজ শেষ হয়েছে। এখন সাজসজ্জা ও পরিচর্যার কাজ শেষ চলছে। অর্থাৎ শেষ পর্যায়ের প্রস্তুতি। রথে শোভা পাবে আকর্ষনীয় প্ল্যাকার্ড।তিনি বলেন, নব নির্মিত এই রথে রশিতে কাল টান দেবেন ভক্তরা।

রথযাত্রা উপলক্ষে হ্যামট্রাম্যাক সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে রথের জন্য শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করা হতে পারে। রথযাত্রাটি হ্যামট্রাম্যাক সিটির বেলমন্ট ও গ্যালাগার স্ট্রিটের পয়েন্ট থেকে শুরু হয়ে গ্যালাগার স্ট্রিট তারপর ক্যানিফ এভিনিউ, কনান্ট এভিনিউ, ইয়েমেন এভিনিউ হয়ে হ্যামট্রাম্যাক সিটি হলে কিছু সময়ের জন্য থামবে। সিটি হলে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। সেই সাথে কীর্তন হবে। পরে রথযাত্রাটি ইয়েমেন এভিনিউ এবং জোসেফ কম্পাউ হয়ে বেলমন্ট ফিরে আসবে।
রথযাত্রা শেষে বেলমন্ট স্ট্রিটে আয়োজকদের পক্ষ থেকে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আয়োজকরা জানান, এবারের রথযাত্রাটি অনেক বর্ণিল হবে, পথে পথে থাকবে ধর্মীয় নৃত্য ও কীর্তন। আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্ত মহিলাদের শাড়ী (সম্ভব হলে লাল) ও পুরুষদের ধুতি পান্জাবী পরার জন্য অনুরোধ করা হয়েছে। তবে যেকোন পোষাকই গ্রহণযোগ্য হবে।