ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
এমারল্ড বে, (ক্যালিফোর্নিয়া) ০৭ জুলাই : ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এল ডোরাডো কাউন্টির তাহো হ্রদের কাছে ঈগল জলপ্রপাতের তীর থেকে পড়ে বাংলাদেশি আমেরিকান তরুণী ইশরাত বিনতা আজিম (২৫) নিহত হয়েছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
এল ডোরাডো কাউন্টি শেরিফ অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, ইশরাত বিনতা আজিম (২৫) গত ৪ জুলাই ঈগল জলপ্রপাত পরিদর্শনে গিয়েছিলেন। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তিনি লোয়ার ঈগল জলপ্রপাতের তীর অতিক্রমকালে পা পিছলে নিচে পড়ে যান। "পরে ওই নারীকে ভাইকিংসহোম হাঁটার পথের কাছে একটি জলাশয়ে পাওয়া যায়, যেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়। কর্মকর্তারা তার মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র সন্দেহ করছেন না। ইশরাত ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী ছিলেন। তিনি ভার্জিনিয়ার বাসিন্দা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan