আমেরিকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার আজ ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন গভর্নর হুইটমার  মিশিগানের অন্তত ৫টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিলের সাথে লড়াই করছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বান্ধবীর কিশোরী মেয়েকে ধর্ষণ, ফ্লিন্টের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি সাউথফিল্ডের প্লাম হলো মার্কেটে অগ্নিকাণ্ড ঢাকায় যাচ্ছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯ ইউএম আন্তর্জাতিক ছাত্রের ভিসা 'বিনা নোটিশে' বাতিল ডেট্রয়েটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ডেট্রয়েট বিমানবন্দরে ডিয়ারবর্নের আইনজীবীকে আটকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ডেট্রয়েটের গলিতে পোড়া গাড়ি থেকে তিন লাশ উদ্ধার

শিব মন্দিরের আনন্দঘন বনভোজন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০৪:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০৫:১৮:০৮ অপরাহ্ন
শিব মন্দিরের আনন্দঘন বনভোজন
ট্রয়, ১০ জুলাই : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিব মন্দির টেম্পল অব জয়ের  বার্ষিক বনভোজন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ট্রয় সিটির রেইনট্রি পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। সবুজ শ্যামল ঘেরা পার্কটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল।

দিনের শুরুতে জল খাবার পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বেলা ৮টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠানমালা। ছিল বিভিন্ন রকমের খেলাধুলা- যেমন- বালক/বালিকাদের দৌঁড়, পুরুষ ও মহিলাদের রশি টানাটানি, পুরুষদের ফুটবল খেলা, মহিলাদের পিলো পাসিং। শিব মন্দির ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক এবং শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা। 

উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।  ছোটদের দৌড় প্রতিযোগিতা (মেয়ে) প্রথম-অনুস্কা শর্মা, দ্বিতীয়-শ্রদ্ধা হাওলাদার  ছোটদের দৌড় প্রতিযোগিতা (ছেলে) প্রথম -শঙ্কর দাস, দ্বিতীয়- স্বাগত পাল, তৃতীয় আরুশ চৌধুরী, নারীদের আকর্ষণীয় হাড়ি ভাঙ্গায় দিপীকা দাস প্রথম, দ্বিতীয়  সুস্মিতা চৌধুরী, তৃতীয় অন্তরা অন্তি। 

মিউজিক্যাল বালিশ নিক্ষেপে প্রথম পলি গোপ, দ্বিতীয় কৃষ্টি পাল এবং কল্পনা ঘোষ তৃতীয় হয়েছেন। পুরুষ ও মহিলাদের রশি টানাটানিতে  মহিলা দল বিজয়ী হন। ফুটবল খেলায় এ দল ১-০ গোলে বি দলকে হারায়। বিজয়ী এ দলের ১১জনকে টি শার্ট প্রদান করেছেন অনুকুল দেবনাথ। বি দলের ১১ জনকেও সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে। এ দলের খেলোয়ারগণ হচ্ছেন অশোক, অঙ্কুর, পিঙ্কু, পঙ্কজ, পলাশ, আশিষ, রাজেশ, জয়ব্রত, সঞ্জিব, দিবাশ এবং সৌরভ।
 
বনভোজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বারবিকিউ পার্টি। বারবিকিউ এর জন্য ছিল দীর্ঘদিন লাইন। দুপুর গড়াতেই শুরু হয় মধ্যাহ্ন ভোজ। এর ফাঁকেই চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন হারান কান্তি সেন, সুবাস মজুমদার, জয়তি, পৃথা দেব, জিতেন গোপ, ঋষিকেশ দাশসহ আরও অনেকে।


বনভোজনে অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।কারণ এ দিনটিতে কর্মচাঞ্চল্য ভুলে গিয়ে দিনব্যাপী বনভোজনে মাতোয়ারা হন সকলেই । শিব মন্দিরের দ্বিতীয় বারের আয়োজেনে তার কমতি ছিল না। জমিয়ে রেখে ছিলেন আগত সবাই। এ যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছিল।

সবষেশে  র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে। বনভোজনের প্রধান আকর্ষণ হিসেবে  র‌্যাফেল ড্রতে আইফোন পেয়েছেন পম্পা দত্ত। পুরষ্কারটি স্পন্সর করেছেন এসএনএস হোম লোনের সত্বাধিকারি লোন অফিসার নাসির সবুজ। ওয়ারেন সিটির ডিস্ট্রিক-১ এর কাউন্সিলর প্রার্থী খাজা আফজাল হোসেন এর সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৫০ ইঞ্চি টিভি পেয়েছেন সজিব পাল। 


সুপ্রভাত মিশিগার সম্পাদক চিন্ময় আচার্য্য এর  সৌজন্যে তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর বিজয়ী হয়েছেন অশোক দাস  এবং  ড্রিম লাইফ হোম কেয়ার এর পূর্নেন্দু চক্রবর্তী অপু ও চন্দনা বানার্জী এর সৌজন্যে চতুর্থ পুরস্কার বাই সাইকেল পেয়েছেন বাবুল পাল। র‌্যাফেল ড্র’তে সর্বমোট ৭ টি পুরস্কার প্রদান করা হয়। র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু। 

মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন শিব মন্দির ম্যানেজিং কমিটি। সহযোগিতায় ছিলেন রিয়েলেটর ব্যবসায়ী হিমেল দাস, দেবব্রত রাহুল, প্রশান্ত দাস, অনুকুল দেবনাথ, রাজর্ষি চৌধুরী গৌরব,গকুল তালুকদার, সৌরভ সরকার, অয়ন চক্রবর্তী, হিমেল চৌধুরী সৌম্য, শাওন সূত্রধর, অভি ধর, নন্দ পাল, সুমিত ধর, সুমিত দাস।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ