আমেরিকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট ২ ব্যক্তির বিরুদ্ধে ২৫টিরও বেশি গাড়ি চুরির অভিযোগ  ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত ম্যাকম্ব টাউনশিপে গ্যাস স্টেশনে ডাকাতি, ৫ জন গ্রেফতার গৌরব-প্রেরণার একুশ আজ জেনেসি কাউন্টির ডেপুটি বরখাস্ত হ্যাজেল পার্কে ইন্টারস্টেট ৭৫-এ দুর্ঘটনায় টেক্সাসের এক নারী নিহত বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর  মধ্যরাতে ঢাকায় যৌথবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২ সাউথফিল্ড হোটেলে কিশোর হত্যার তদন্ত থমকে গেল মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান সাউথফিল্ড ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় চালকের মৃত্যু করের অর্থে ট্রাম্পের অভিষেকে যোগ দেন হ্যামট্রাম্যাকের মেয়র ও তিন কাউন্সিলম্যান টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮ মিশিগানে কনজ্যুমারস এনার্জি প্ল্যান্টে আগুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে স্টার্লিং হাইটস দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটে ভূগর্ভস্থ  পানির পাইপ লাইন ভেঙে বন্যা ওয়ালমার্টে চুরি : বিচারকের অভিনব দন্ড! দরিদ্রদের সাহায্য করতে ইসলামিক গ্রুপের প্রথম পদক্ষেপ হচ্ছে খাদ্য প্রস্তুতি

শিব মন্দিরের আনন্দঘন বনভোজন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০৪:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০৫:১৮:০৮ অপরাহ্ন
শিব মন্দিরের আনন্দঘন বনভোজন
ট্রয়, ১০ জুলাই : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিব মন্দির টেম্পল অব জয়ের  বার্ষিক বনভোজন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ট্রয় সিটির রেইনট্রি পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। সবুজ শ্যামল ঘেরা পার্কটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল।

দিনের শুরুতে জল খাবার পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বেলা ৮টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠানমালা। ছিল বিভিন্ন রকমের খেলাধুলা- যেমন- বালক/বালিকাদের দৌঁড়, পুরুষ ও মহিলাদের রশি টানাটানি, পুরুষদের ফুটবল খেলা, মহিলাদের পিলো পাসিং। শিব মন্দির ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক এবং শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা। 

উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।  ছোটদের দৌড় প্রতিযোগিতা (মেয়ে) প্রথম-অনুস্কা শর্মা, দ্বিতীয়-শ্রদ্ধা হাওলাদার  ছোটদের দৌড় প্রতিযোগিতা (ছেলে) প্রথম -শঙ্কর দাস, দ্বিতীয়- স্বাগত পাল, তৃতীয় আরুশ চৌধুরী, নারীদের আকর্ষণীয় হাড়ি ভাঙ্গায় দিপীকা দাস প্রথম, দ্বিতীয়  সুস্মিতা চৌধুরী, তৃতীয় অন্তরা অন্তি। 

মিউজিক্যাল বালিশ নিক্ষেপে প্রথম পলি গোপ, দ্বিতীয় কৃষ্টি পাল এবং কল্পনা ঘোষ তৃতীয় হয়েছেন। পুরুষ ও মহিলাদের রশি টানাটানিতে  মহিলা দল বিজয়ী হন। ফুটবল খেলায় এ দল ১-০ গোলে বি দলকে হারায়। বিজয়ী এ দলের ১১জনকে টি শার্ট প্রদান করেছেন অনুকুল দেবনাথ। বি দলের ১১ জনকেও সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে। এ দলের খেলোয়ারগণ হচ্ছেন অশোক, অঙ্কুর, পিঙ্কু, পঙ্কজ, পলাশ, আশিষ, রাজেশ, জয়ব্রত, সঞ্জিব, দিবাশ এবং সৌরভ।
 
বনভোজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বারবিকিউ পার্টি। বারবিকিউ এর জন্য ছিল দীর্ঘদিন লাইন। দুপুর গড়াতেই শুরু হয় মধ্যাহ্ন ভোজ। এর ফাঁকেই চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন হারান কান্তি সেন, সুবাস মজুমদার, জয়তি, পৃথা দেব, জিতেন গোপ, ঋষিকেশ দাশসহ আরও অনেকে।


বনভোজনে অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।কারণ এ দিনটিতে কর্মচাঞ্চল্য ভুলে গিয়ে দিনব্যাপী বনভোজনে মাতোয়ারা হন সকলেই । শিব মন্দিরের দ্বিতীয় বারের আয়োজেনে তার কমতি ছিল না। জমিয়ে রেখে ছিলেন আগত সবাই। এ যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছিল।

সবষেশে  র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে। বনভোজনের প্রধান আকর্ষণ হিসেবে  র‌্যাফেল ড্রতে আইফোন পেয়েছেন পম্পা দত্ত। পুরষ্কারটি স্পন্সর করেছেন এসএনএস হোম লোনের সত্বাধিকারি লোন অফিসার নাসির সবুজ। ওয়ারেন সিটির ডিস্ট্রিক-১ এর কাউন্সিলর প্রার্থী খাজা আফজাল হোসেন এর সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৫০ ইঞ্চি টিভি পেয়েছেন সজিব পাল। 


সুপ্রভাত মিশিগার সম্পাদক চিন্ময় আচার্য্য এর  সৌজন্যে তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর বিজয়ী হয়েছেন অশোক দাস  এবং  ড্রিম লাইফ হোম কেয়ার এর পূর্নেন্দু চক্রবর্তী অপু ও চন্দনা বানার্জী এর সৌজন্যে চতুর্থ পুরস্কার বাই সাইকেল পেয়েছেন বাবুল পাল। র‌্যাফেল ড্র’তে সর্বমোট ৭ টি পুরস্কার প্রদান করা হয়। র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু। 

মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন শিব মন্দির ম্যানেজিং কমিটি। সহযোগিতায় ছিলেন রিয়েলেটর ব্যবসায়ী হিমেল দাস, দেবব্রত রাহুল, প্রশান্ত দাস, অনুকুল দেবনাথ, রাজর্ষি চৌধুরী গৌরব,গকুল তালুকদার, সৌরভ সরকার, অয়ন চক্রবর্তী, হিমেল চৌধুরী সৌম্য, শাওন সূত্রধর, অভি ধর, নন্দ পাল, সুমিত ধর, সুমিত দাস।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন