ডেট্রয়েট, ১৩ জুলাই : বুধবার সন্ধ্যায় অ্যাম্বাসেডর ব্রিজ থেকে ডেট্রয়েট নদীতে পড়ে যাওয়া এক চুক্তিভিত্তিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অ্যাম্বাসেডর ব্রিজ কোম্পানি জানিয়েছে, সেতুর কাজ করার সময় ওই শ্রমিক নদীতে পড়ে যান। অ্যাম্বাসেডর ব্রিজের কর্মীরা তাৎক্ষণিকভাবে রেসপন্স প্রোটোকল বাস্তবায়ন করে এবং ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ডেট্রয়েট নদী থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিটি রিলেশন্স প্রধান ও পাবলিক ইনফরমেশন অফিসার জেমস হ্যারিস বুধবার ডব্লিউডিআইভি-টিভিকে বলেন, বিকাল ৪টার দিকে ওই শ্রমিক নদীর পানিতে পড়ে যান। এ সময় তীরে মাছ ধরা কিছু লোক জে ডব্লিউ ওয়েস্টকট বোটের ক্রুদের কী ঘটেছিল তা জানায়। হ্যারিস বলেন, নৌকাটি দ্রুত সেখানে গিয়ে তাকে পানি থেকে উদ্ধার করে। বৃহস্পতিবার ওই ব্যক্তির অবস্থা কী ছিল তা জানা যায়নি।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan