চুনারুঘাট, (হবিগঞ্জ) ১৫ জুলাই : চুনারুঘাটে সাংবাদিকতার স্বর্ণযুগের চার প্রবীণ সাংবাদিককে সম্মাননা দিলো ছফিনা নুর ফাউন্ডেশন মিরাশী। তারা হলেন,সাংবাদিক মিলন রশীদ, সিরাজুল হক, হাছান আলী ও রাই রঞ্জন পাল। শনিবার সকালে চুনারুঘাট উপজেলা হল রুমে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বের ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ,পৌর মেয়র সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হক, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, মিরাশি ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরকার, রানীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসাইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মহালদার, গাজীপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক নুরুল আমিন, আবুল কালাম আজাদ, মনসুর আহম্মদ, কাজী সুজন, মীর জুবায়ের আলম, খন্দকার মায়া, আলা উদ্দিন, রায়হান আহম্মদ, আজিজুল হক নাসির, পারুল আক্তার ও সাংবাদিক সাজিদুর রহমান প্রমুখসহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী। অনুষ্ঠান শেষ প্রবীণ ৪ জন সাংবাদিকের হাতে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাষ্টের সাধারন সম্পাদক সজল দাস অতিথিদের হাতে সাংবাদিক মিলন রশীদ রচিত " হবিগঞ্জের গণহত্যা " এবং সাংবাদিক নুরুল আমিন রচিত "কাঁটাতার পেরিয়ে" ও "আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য" গ্রন্থগুলো উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুছ ছামাদ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan